নাটকীয় টাইব্রেকারে আতলেতিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল

ম্যাচ টাইব্রেকারে গড়ালে আতলেতিকো মাদ্রিদের হয়ে দ্বিতীয় কিকটি নিতে যান হুলিয়ান আলভারেজ। শট নিয়ে বল জালেও পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু এরপর হঠাৎ বন্ধ হলো খেলা। কিছুক্ষণ পরেই ভিএআর চেকে আলভারেজের গোল বাতিল করেন রেফারি।
কিক নেওয়ার সময় স্লিপ করেছিলেন আলভারেজ। পড়ে যাওয়ার আগমুহূর্তে শট নিয়েছেন ঠিকই, তবে বলে দুই পায়ের স্পর্শ লাগে। আর এ জন্যই বাতিল হয় গোল। আলভারেজের এই মিস গড়ে দেয় ম্যাচের ফলাফল।
আর্জেন্টাইন তারকার এমন মিস বাঁচিয়েছে ভিনিসিয়াস জুনিয়রকে। বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ হেরে গেলে সব থেকে বড় ভিলেন হতেন তিনি। আগের লেগে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা আতলেতিকো খেলা শুরু প্রথম মিনিটেই কনর গ্যালাগারের গোলে সমতায় ফেরে।
৬৮ মিনিটে এমবাপ্পেকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। তবে সেই পেনাল্টি গোল লাইনের উপর দিয়ে পাঠিয়ে দেন ভিনিসিয়াস।