চ্যাম্পিয়নস লিগের শেষ আটে মুখোমুখি যারা

শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াই শেষে নির্ধারণ হয়েছে শেষ আটটি দল। শেষ আটে কে কার মুখোমুখি হচ্ছে, তা একনজরে দেখে নেওয়া যাক।
শেষ আটে কে কার মুখোমুখি
বায়ার্ন মিউনিখ : ইন্টার মিলান
বার্সেলোনা : বরুসিয়া ডর্টমুন্ড
পিএসজি : অ্যাস্টন ভিলা
আর্সেনাল : রিয়াল মাদ্রিদ
শেষ আটের প্রথম লেগের লড়াই মাঠে গড়াবে ৮ এপ্রিল। আর দ্বিতীয় লেগে দলগুলো মাঠে নামবে ১৫ এপ্রিল।