খেলাধুলা

জরিমানা গুনলেন ম্যাক্সওয়েল, কারণ প্রকাশ করা হলো না

ছবি: বিসিসিআই

পাঞ্জাব কিংস অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে ১ টি ডিমেরিট পয়েন্ট। মূলত মঙ্গলবার (৮ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে আইপিএলের কোড অব কনডাক্ট ভঙ্গের দায়ে তাকে শাস্তির আওতায় পড়তে হলো।

আইপিএল থেকে অবশ্য জানানো হয়নি ম্যাক্সওয়েলের অপরাধ। তবে একটি বিবৃতিতে জানানো হয়, ম্যাক্সওয়েল তার লেভেল ওয়ান, আর্টিকেল ২.২ এর অপরাধ স্বীকার করেছেন। এখানে বলা আছে, ম্যাচের ফিক্সার বা ফিটিংস নিয়ে অ্যাবিউজ করলে- এই ধারা ভঙ্গ করা হয়ে থাকে।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব সুপার কিংস। ম্যাক্সওয়েল ব্যাট করতে নামেন ৬ নম্বরে। তবে রবিচন্দ্রন অশ্বিনের বলে দুই বল খেলেই আউট হয়ে যান।

তবে পাঞ্জাবের হয়ে প্রিয়ানশ আর্য ৪২ বলে ১০৩ রানের ইনিংস খেলেন। শশাঙ্ক সিং খেলেন ৩৫ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস। মার্কো জানসেনের ব্যাটে আসে ১০ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস।

পাঞ্জাব ৬ উইকেট হারিয়ে ২১৯ রানের সংগ্রহ দাঁড় করায়। ম্যাচটি ১৮ রানে জিতে নেয় তারা।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন