শাহরুখ-সালমান নামাজ পড়েন? জানালেন ফারাহ!

বলিউডের জনপ্রিয় নির্মাতা ফারাহ খান স্পষ্ট করেই জানিয়েছেন, তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেননা। ধর্মীয় নিয়ম না মানলেও ভালো মন, সহানুভূতি আর দানের মধ্য দিয়েই নিজের বিশ্বাসকে তিনি চর্চা করেন তিনি। রমজান মাসে রোজাও রাখেন। তাইতো নিজেকে একজন ভালো মুসলিম হিসেবে ভাবতে কোনো সংকোচ নেই তার।
সম্প্রতি এক অনলাইন আড্ডায় ভক্তদের নানা প্রশ্নের জবাব দেন ফারাহ খান। সেখানেই একজন জানতে চান, তিনি নামাজ পড়েন কি না, রোজা রাখেন কি না। সেই প্রশ্নের উত্তরে ফারাহ বলেন, ‘না, আমি নিয়মিত নামাজ পড়ি না। তবে রমজানে রোজা রাখি আর আয়ের একটা অংশ দান করি। সবচেয়ে বড় কথা, আমি চেষ্টা করি ভালো মানুষ হতে।’
কথোপকথনের মাঝে উঠে আসে শাহরুখ খান, সালমান খান ও টাবুর নাম। তিনজনেই মুসলিম, তাই অনুরাগীদের কৌতূহল—তারা কতটা ধর্মচর্চা করেন?
ফারাহ জানালেন, শাহরুখ খান একজন উদার ও সহানুভূতিশীল মানুষ। ‘তিনি অনেককে সাহায্য করেন, অনেক বড় হৃদয়ের মানুষ,’ বলেন ফারাহ।
টাবুকে নিয়ে ফারাহর জানান, ‘ও আমার খুব কাছের বান্ধবী। জানি, সে নিয়মিত নামাজ পড়ে। আর তার ব্যবহার খুব ভালো। সে মানুষ মানুষ হিসেবেও খুব ভালো।
সালমান খান সম্পর্কে এই পরিচালক জানান, ‘ওর বিষয়ে আমি খুব বেশি জানি না। তবে এটুকু বলতে পারি, যেই বিপদে পড়ে, সালমান তাকে সাহায্য করে। এটা ধর্মের চেয়েও বড়।’
এমএ//