আন্তর্জাতিক

ফের ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

গত ২৮ মার্চের পর ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে দেশটির মধ্যাঞ্চলের মেইকতিলা শহরের কাছে এ ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এটি ছিল ৫ দশমিক ৫ মাত্রার মাঝারি ভূমিকম্প। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে মার্চ মাসে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষতির মুখে পড়ে মান্দালয় প্রদেশ। সেই ভূমিকম্পে ৩ হাজার ৬৪৯ জন নিহত ও ৫ হাজার ১৮ জন আহত হন। এখনো সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি দেশটি। এরমধ্যেই ফের কম্পনে আতঙ্ক ছড়িয়েছে।

মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মান্দালয় থেকে ৯৭ কিলোমিটার দূরের ওন্ডউইন এলাকায় এবং এর গভীরতা ছিল ২০ কিলোমিটার।

ওন্ডউইনের বাসিন্দারা বার্তাসংস্থা এপিকে জানান, কম্পন এতটাই প্রবল ছিল যে আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসেন। কয়েকটি বাড়িঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে রাজধানী নেপিদোতে কম্পন অনুভূত হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

গৃহযুদ্ধের কারণে পাঁচ বছর ধরে সংকটে থাকা মিয়ানমার এই ভূমিকম্পে আরও জটিল পরিস্থিতির মুখে পড়েছে। জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, দুর্যোগে দেশটির খাদ্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অধিকাংশ হাসপাতাল ও ক্লিনিক ধ্বংস হয়ে যাওয়ায় সেখানে ‘মেডিকেল ইমার্জেন্সি’ ঘোষণা করা হতে পারে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন