সাভারে ডাস্টবিনে পাওয়া নবজাতকের পাশে দাঁড়ালেন বিএনপি নেতারা

ঢাকার সাভারে একটি ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া এক নবজাতকের চিকিৎসার ভার তুলে নিয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। কুড়িয়ে পাওয়া শিশুটি জন্ম থেকেই হৃদরোগে আক্রান্ত। শিশুটিকে কুড়িয়ে পাওয়া শাজাহান দম্পতি আর্থিক সংকটে থাকায় চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে আসেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি এবং উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন।
এসময় তারা শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
খোরশেদ আলম বলেন, ‘বাচ্চাটির খবর জানার পরপরই আমরা এনাম মেডিকেলের সঙ্গে যোগাযোগ করি যাতে চিকিৎসায় কোনো ঘাটতি না থাকে। আজকের সহায়তা আমাদের দলীয় সিদ্ধান্তের অংশ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমরা এই মানবিক দায়িত্ব নিয়েছি।’
নাজমুল হাসান অভি জানান, ‘শিশুটি যেন সুস্থভাবে বড় হতে পারে, সেই লক্ষ্যেই আমরা এসেছি। বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।’
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আনোয়ারুল কাদের নাজিম জানান, ‘শিশুটি জন্মগতভাবে জটিল হার্ট সমস্যায় ভুগছে। আমরা আমাদের হাসপাতালের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি।
তিনি বলেন, শিশুটিকে আরও উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হবে, যেখানে একটি বিদেশি চিকিৎসক দল তার অস্ত্রোপচার করবে।’
এমএ//