খেলাধুলা

'এটা কেমন যুদ্ধ, যেখানে জীবনের মূল্য নেই', কাশ্মীরের ঘটনায় সিরাজ

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীরা ভয়াবহ এক হামলা করেছে, যেখানে অন্তত ২৬ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনা নাড়া দিয়েছে পুরো বিশ্বে। এমনকি ভারতের ক্রীড়াবিদরা তাদের জায়গা থেকে বার্তা দিয়েছেন।  

মোহাম্মদ সিরাজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ লিখেছেন, ‘ভয়াবহ আর জঘন্য এক সন্ত্রাসী হামলা সম্পর্ক মাত্রই পড়লাম। সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্ত্য বানিয়ে ধর্মের নামে হত্যাকাণ্ড চালানো খারাপ কাজ... কোনো কারণ, কোনো বিশ্বাস, কোনো আদর্শ এই ধরনের ভয়ঙ্কর কাজকে সমর্থন করতে পারে না।

সিরাজ আরও লিখেছেন, এটা কি ধরনের যুদ্ধ, যেখানে মানুষের জীবনের কোনো মূল্য নাই।

আমি কল্পনা করতে পারি না, কী ব্যথা আর ট্রমার মধ্য দিয়ে পরিবারগুলোকে যেতে হবে। পরিবারগুলো যেন এই অসহ্য শোক সইবার শক্তি পায়। আমরা খুবই দুঃখিত আপনাদের এই ক্ষতির জন্য। আমি আশা করি, এই পাগলামি দ্রুত শেষ হবে এবং এই সন্ত্রাসীরাদের খুঁজে বের করা হবে এবং শাস্তি দেওয়া হবে- কোনো ক্ষমা ছাড়া।

এই ঘটনায় রোহিত শর্মা, ভিরাট কোহলিসহ ভারতের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার কথা বলেছেন।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন