খেলাধুলা

তিন বছর পর টেস্ট দলে ফিরলেন বিজয়

ছবি: এএফপি

জিম্বাবুয়ে সিরিজ শুরু হয়েছে হার দিয়ে। আজ, বুধবার (২৩ এপ্রিল) চতুর্থ দিনে এসে সিলেট টেস্টে ৩ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। পরাজয়ের কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

এই দলে আছে একাধিক চমক। তিন বছর পর টেস্ট দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। এছাড়াও টেস্ট অভিষেক না হওয়া তানভীর ইসলাম আছেন স্কোয়াডে।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সম্প্রতি দারুণ ফর্মে আছেন বিজয়। তার এই ব্যাটিং ফর্মের পুরস্কার টেস্ট দলে সুযোগপ্রাপ্তি। প্রথম ম্যাচের স্কোয়াডে থাকলেও একাদশে ছিলেন না জাকির হাসান। জাকিরের পরিবর্তেই বিজয়কে সুযোগ দেওয়া হচ্ছে।

বিজয় সবশেষ টেস্ট ম্যাচ খেলেছেন ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন গত বছরের মার্চে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে।

অন্যদিকে নাহিদ রানা খেলতে যাবেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তার কেবল প্রথম টেস্টই খেলার কথা ছিল। নাহিদের পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে স্পিনার তানভীরকে।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

এ সম্পর্কিত আরও পড়ুন