রাজনীতি

ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়, নিরাপত্তা জোরদার

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে তার  গুলশানের বাসভবন ‘ফিরোজার’ সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়মঙ্গলবার (৬ মে) সকাল থেকেই গুলশানের বাসভবনের সামনে আসতে থাকেন নেতাকর্মীরা। ফিরোজা ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের অনেকে গণমাধ্যমকে বলছেন, দেশনেত্রী ফিরছেন, এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি। কেউ কেউ আবার ফিরোজার সামনে থেকে ফেসবুকে লাইভ করছেন।

খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে তার বাসভবন ফিরোজার সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকে পুলিশের পাশাপাশি বাসভবনের সামনে সেনাবাহিনীর সদস্যরাও মোতায়েন আছেন । সামনের সড়কটি গাড়ি চলাচল বন্ধ দেখা গেছে। শুধু হেঁটে চলাচল করছে কিছু পথচারী।

অন্যদিকে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এর সদস্যরা বাসার ভেতরের নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন বলে জানা গেছে।

 

শুধু ফিরোজা নয়, দলটির চেয়ার পারসনকে অভ্যর্থনা জানতে  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরেও হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। ভোরের থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর সড়কে জড়ো হতে শুরু করেন।

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করছে বিমানবন্দর থেকে লা মেরিডিয়েন হোটেল পর্যন্ত এলাকায়। ছাত্রদল অবস্থান করছে লা মেরিডিয়েন হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত এলাকায়। যুবদল অবস্থান করছে খিলক্ষেত থেকে হোটেল র‍্যাডিসন পর্যন্ত এলাকায়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করছে হোটেল র‍্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত এলাকায়। স্বেচ্ছাসেবক দল অবস্থান করছে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত এলাকায়। কৃষক দল অবস্থান করছে বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত এলাকায়। শ্রমিক দল অবস্থান করছে কাকলী মোড় থেকে বনানীর শেরাটন হোটেল পর্যন্ত এলাকায়। ওলামা দল, তাঁতী দল, জাসাস, মৎস্যজীবী দল অবস্থান করছে শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত এলাকায়। পেশাজীবী সংগঠনগুলো অবস্থান করছে বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২ পর্যন্ত এলাকায়। মহিলা দল অবস্থান করছে গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত এলাকায়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন