‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারতের সেনাবাহিনী, দাবি পাকিস্তানের

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে। আর এর মধ্যেই ভারতীয় সেনারা কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় (LoC) একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করেছে।
বুধবার (৭ মে) আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পাকিস্তান সরকার তাদের সরকারি এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে ভারতীয় সেনাবাহিনীর সাদা পতাকা উত্তোলনের দাবি প্রকাশ করে। একই দাবি পুনর্ব্যক্ত করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারারও তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দেন।
পোস্টে তিনি লেখেন, প্রথমে তারা হামলার তদন্ত এড়িয়ে গিয়েছিল, আর এখন তারা যুদ্ধের ময়দান থেকেই সরে পড়েছে।
তবে আল জাজিরা জানিয়েছে, স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি তারা।
পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতীয় বাহিনীর একাধিক হামলার প্রতিক্রিয়ায় তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
পাকিস্তানের সামরিক মুখপাত্রের মতে, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা বরাবর তীব্র গুলি বিনিময় চলছে। যেসব বিমান পাকিস্তানের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে তার সব বিমানই নিরাপদ রয়েছে।
পাকিস্তানের নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান রয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা চালানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, এই সংঘাতের সূত্রপাত ঘটে ২০২৫ সালের ২২ এপ্রিল। যখন ভারতীয় কাশ্মিরের পহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং ভারতীয় হামলাকে 'যুদ্ধের ঘোষণা' হিসেবে অভিহিত করে পাল্টা হামলা চালায়।
এসকে//