কাশিমপুর মহিলা কারাগারে আইভী

হত্যা মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।
শুক্রবার (৯ মে) বেলা আড়াইটার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কারাগারটির জ্যেষ্ঠ জেল সুপার কাওয়ালিন নাহার।
তিনি বলেন, বেলা ২টার দিকে সেলিনা হায়াৎকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
শুক্রবার ভোরে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে কাশিমপুর কারাগারে পাঠানো হয় তাকে।
এর আগে বৃহস্পতিবার (০৮ মে) রাত ১১টার দিকে পুলিশের একটি দল আইভীর বাড়িতে প্রবেশ করেন। এসময় আইভীর গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দারা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে আসলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় পুলিশের গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণ করা হয়।
এসময় পুলিশের দুই কনেস্টেবলসহ পাঁচজন আহত হয়েছেন। হামলার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসানুজ্জামান।
এরপর দ্রুত আইভীকে আদালতে হাজির করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এমএ//