সর্বোচ্চ তাপমাত্রা পেরোলো ৪১ ডিগ্রি, তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস

ঢাকাসহ প্রায় সব বিভাগেই চলছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। রাজশাহী ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়া। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে, তাপপ্রবাহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়োছে, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে রাজশাহী, চুয়াডাঙ্গা, ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলেই গরম বাড়ছে। রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৩৭ শতাংশে নেমে এসেছে। ফলে গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের অধিকাংশ অঞ্চলেই তাপমাত্রা ৩৫-৩৭ ডিগ্রির মতো ছিলো।
আই/এ