ড্র দিয়ে সাফ শুরু বাংলাদেশের

ড্র দিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে করেছে বাংলাদেশের যুবারা।
শুক্রবার (১০ মে) ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে গোল দুটি করেন অধিনায়ক নাজমুল হুদা ও রিফাত কাজী। ম্যাচ শুরুর ১২ মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন নেন নাজমুল। ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত।
দ্বিতীয়ার্ধে মালদ্বীপ খেলোয়াড়দের ছিলো একচ্ছত্র আধিপত্য। এরপর আক্রমণেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। বিপরীতে দুটি গোল হজম করে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের যুবাদের।
রোববার দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে গোলাম রব্বানীর দল।