মালয়েশিয়ায় আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের ৫৮তম সম্মেলন শুরু
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মঙ্গলবার (৮ জুলাই) শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর শীর্ষ কূটনীতিকদের অংশগ্রহণে ৫৮তম আসিয়ান (ASEAN) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। চার দিনব্যাপী এ সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হবে।
বিভিন্ন দেশের প্রতিনিধিদলের নিরাপত্তা দিতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানীর সড়কে ও পার্ক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সন্দেহভাজনদের তল্লাশী করা হচ্ছে। যাচাই করা হচ্ছে পরিচয়পত্র ।
‘অন্তর্ভুক্তিমূলকতা ও টেকসইটা’ শীর্ষক থিমে এই সম্মেলনে ৪০টিরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এটি আসিয়ান ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ বার্ষিক কর্মসূচী।
সম্মেলনে বৈশ্বিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা পারস্পারিক সহযোগিতা বাড়ানো এবং নিরাপত্তা ও উন্নয়নের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে ।