ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করছে আমেরিকা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে সেটি “খুব ব্যয়বহুল”। তবে ইউক্রেন সত্যিই কঠিনভাবে আক্রান্ত হচ্ছে।
মঙ্গলবার (০৮ জুলাই) ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্যাট্রিয়ট সিস্টেম যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি। এর একটি ইউনিটের খরচ কয়েকশ মিলিয়ন ডলার। রাশিয়ার সাম্প্রতিক মিসাইল হামলায় ইউক্রেনের বিভিন্ন শহর, বিশেষ করে কিয়েভ, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেন অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের কাছে আরও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্যাট্রিয়ট পাঠানোর অনুরোধ করছে।