আবহাওয়া

১২ ঘণ্টার মধ্যে লঘুচাপের সম্ভাবনা, ভারী বৃষ্টির আভাস

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও পাশের পশ্চিম-মধ্য অঞ্চলে নতুন একটি লঘুচাপ সৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলে থাকা লঘুচাপটি দুর্বল হয়ে ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে। তবে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের উত্তরপশ্চিম ও পশ্চিম-মধ্য অংশে নতুন লঘুচাপ তৈরি হতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ হয়ে ওড়িশা, উত্তর বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং সমুদ্র এলাকায় মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের আজকের পূর্বাভাস জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনার কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ।

এছাড়া  সোমবারের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী ও ঢাকার কিছু জায়গায়ও বৃষ্টি হতে পারে। এ সময় কয়েকটি বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

 মঙ্গলবারের পূর্বাভাস বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায়ও বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় সারাদেশেই মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন