আন্তর্জাতিক

ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টার বাড়িতে অভিযান

ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বাড়িতে অভিযান চালিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। শুক্রবার (২২ আগস্ট) ওয়াশিংটনের বেতসেবার ম্যারিল্যান্ড এলাকার বাড়িতে এই অভিযান চালনা হয়। জাতীয় নিরাপত্তা তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে একটি সূত্র।

এফবিআই প্রধান কাশ প্যাটেলের নির্দেশে এ অভিযান চালানো হয়েছে বলে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানানো হয়। সংস্থাটির এক কর্মকর্তা জানিয়েছেন, আদালত এ তল্লাশি অভিযানের অনুমোদন দিয়েছে।

২০১৬ সালে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর জন বোল্টন জাতিসংঘে মার্কিন দূত হন। পরবর্তীতে জাতীয় নিরাপত্তা পরামর্শকের দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু পরে ট্রাম্পের একজন কট্টর সমালোচকে পরিণত হন তিনি। একটি বইয়ে তিনি ট্রাম্পের কড়া সমালোচনা করেন। সেখানে লেখেন ট্রাম্প দেশ পরিচালনায় অযোগ্য। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন