আন্তর্জাতিক

জাতিসংঘের সংস্কার চান তুরস্কের প্রেসিডেন্ট

জাতিসংঘের সংস্কারের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, 'নিরাপত্তা পরিষদে ভেটো দেয়ার ক্ষমতাসম্পন্ন দেশগুলোর ওপর মানবিক সংকট সমাধানের দায়িত্ব ছেড়ে দেওয়া অযৌক্তিক।

জাতিসংঘ আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে অক্ষম। জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রার আগে রোববার ইস্তাম্বুলে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন তিনি।

এরদোয়ান আরও বলেন, ৮০ বছরের পুরনো বর্তমান জাতিসংঘ কাঠামো আধুনিক দায়িত্বপালনে যথেষ্ট নয়। ১২ বছর আগে জাতিসংঘের মঞ্চে এটি প্রথম তারাই বলেছিলেন। বিগত কয়েক বছর ধরে এই প্রয়োজনীয়তা বারবার ফুটে উঠছে। জাতিসংঘ মহাসচিবও সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার কথা বলছেন। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন