খেলাধুলা

পার্বত্য অঞ্চলের ক্রিকেট উন্নয়নে বিসিবির নজর

বান্দরবান জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন আসিফ আকবর

বান্দরবান জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। বুধবার (০৫ নভেম্বর) বিকেল ৫টায় তিনি জেলা শহরের স্টেডিয়ামে উপস্থিত হয়ে মাঠের সার্বিক অবস্থা, সুযোগ-সুবিধা এবং খেলোয়াড়দের অনুশীলন পরিবেশ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে আসিফ আকবর বলেন, ‘আমাদের বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটি সফরের মূল উদ্দেশ্য হচ্ছে এখানকার সুযোগ-সুবিধার অবস্থা কী, মাঠের অবস্থা কেমন, বাচ্চারা খেলছে কিনা, স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণ, তাদের পুষ্টি, গিয়ার্স এবং খেলাধুলা সংক্রান্ত সমস্যা কী— এসব বিষয় পর্যবেক্ষণ করা।’

বিসিবি নারী ও পুরুষ উভয় ক্রিকেটকেই সমান গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘পার্বত্য অঞ্চলের নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে আমরা খুব কনসার্ন। এখানকার নারীদের কী ধরনের সুযোগ-সুবিধা আছে এবং কী সীমাবদ্ধতা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

বিসিবির এই পরিচালক বলেন, ‘মাঠের সংখ্যা, একাডেমির সংখ্যা, সেখানে কতজন খেলোয়াড় আছে, তাদের ফোকাস কী—সবকিছু আমরা দেখছি। শেষ পর্যন্ত এখানকার খেলোয়াড়দের কী পরিমাণ সুযোগ-সুবিধা দেওয়া সম্ভব এবং তারা কীভাবে উপকৃত হতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘আমরা মাঠ, খেলোয়াড়, অবকাঠামো, আবাসনসহ সব দিক বিবেচনা করে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া পরিবেশ এই পার্বত্য অঞ্চলে কতটা গড়ে উঠেছে, তা যাচাই করছি। পাশাপাশি স্থানীয় সংগঠক এবং কিশোর-শিশু খেলোয়াড়দের সঙ্গেও কথা বলছি।’

এসময় পরিদর্শনকালে চট্টগ্রাম বিভাগের ক্রীড়া কর্মকর্তারা, বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজাহারুল বাবুল, সহ-সভাপতি এসিংপ্রু লুবু, জেলা স্থানীয় কোচ, খেলোয়াড় এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন