আন্তর্জাতিক

ট্রাম্পকে ঠেকাতে গ্রিনল্যান্ডে সেনা পাঠাল ৭ ইউরোপীয় দেশ

ছবি: সংগৃহীত

গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইউরোপের সাতটি দেশ সেখানে সীমিত সেনা মোতায়েন শুরু করেছে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যসহ এসব দেশের পদক্ষেপকে আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় রাজনৈতিক ও সামরিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মার্কিনভিত্তিক গণমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার থেকে ইউরোপীয় সেনারা গ্রিনল্যান্ডে পৌঁছাতে শুরু করে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেনের সামরিক সদস্যরা এই মোতায়েনের অংশ হিসেবে যোগ দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গ্রিনল্যান্ডে আরও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছেন।

ডেনমার্কের এক শীর্ষ কূটনীতিক জানান, ট্রাম্প এখনো গ্রিনল্যান্ড দখলের লক্ষ্য থেকে সরে আসেননি। তাই সেখানে স্থায়ী ও শক্তিশালী সামরিক উপস্থিতি গড়ে তোলাই এখন তাদের মূল লক্ষ্য।

তবে হোয়াইট হাউস জানিয়েছে, এই মোতায়েন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে প্রভাব ফেলবে না। নিরাপত্তার স্বার্থে এবং চীন ও রাশিয়ার হুমকির কারণে গ্রিনল্যান্ড দখল জরুরি।

এর জবাবে ডেনমার্ক ও ইউরোপীয় দেশগুলো বলছে, ন্যাটো সহযোগিতার মাধ্যমেই আর্কটিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন