আন্তর্জাতিক

প্রথমবারের মতো মানববিহীন হেলিকপ্টার চালু করলো যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

উত্তর আটলান্টিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে প্রথমবারের মতো পূর্ণ আকারের চালকবিহীন হেলিকপ্টার ‘প্রোটিয়াস’ চালু করেছে যুক্তরাজ্য । শুক্রবার (১৬ জানুয়ারি) ব্রিটিশ রয়্যাল নেভি জানায়, হেলিকপ্টারটি ইতিমধ্যেই সফলভাবে প্রাথমিক পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে।

প্রায় ৬ কোটি পাউন্ড ব্যয়ে নির্মিত এই হেলিকপ্টারটি উত্তর আটলান্টিক ও গ্রিনল্যান্ড সংলগ্ন জলসীমায় সাবমেরিন শনাক্তকরণ, সমুদ্র টহল ও সাবমেরিন-বিধ্বংসী অভিযানের জন্য তৈরি করা হয়েছে । প্রতিরক্ষা ও মহাকাশ প্রতিষ্ঠান ‘লিওনার্দো’ এর নকশা ও নির্মাণ কাজ সম্পন্ন করেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত সেন্সর ব্যবহারের মাধ্যমে ‘প্রোটিয়াস’ স্বয়ংক্রিয়ভাবে পরিবেশ বিশ্লেষণ ও সিদ্ধান্ত নিতে সক্ষম। রয়্যাল নেভির মতে, এটি প্রতিকূল পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ মিশন পরিচালনায় মানবসম্পৃক্ততা ছাড়াই কার্যকর ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, ইউরোপে নিরাপত্তা উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে ‘প্রোটিয়াস’-কে যুক্তরাজ্য ও ন্যাটো মিত্রদের সামুদ্রিক নিরাপত্তা জোরদারের একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন