আর্কাইভ থেকে করোনা ভাইরাস

২৯ এপ্রিলের মধ্যে ডিএনসিসি হাসপাতালে ১ হাজার বেড চালু হবে

আগামী ২৯ এপ্রিলের মধ্যে ডিএনসিসি কোভিড হাসপাতালে এক হাজার বেড প্রস্তুত হবে। জানালেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নাসির উদ্দিন জানান, এক হাজার বেডের কার্যক্রম স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রয়োজনীয় লোকবল পেলেই শুরু করা যাবে। হাসপাতালটিতে বর্তমানে ১৫৭ জন রোগী ভর্তি আছে। আইসিইউ-তে রয়েছে ৯০ জন।

তিনি জানান, হাসপাতাল আমরা পুরোপুরি প্রস্তুত করে ফেলেছি। লোকবল পেলেই আমরা ধীরে ধীরে আরও বাড়াতে থাকব। প্রতিদিনই সেবা বাড়াতে থাকব।

নাসির উদ্দিন বলেন, হাসপাতাল চালু হওয়ার পর থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ ঢাকার বাইরে থেকে অনেক রোগী আসছেন। তবে আমরা বাইরের জেলাগুলো থেকে আসা রোগীদেরকেই অগ্রাধিকার দিচ্ছি।

জানা গেছে, হাসপাতালটিতে ২১২টি আইসিইউ শয্যা প্রস্তুত থাকলেও জনবল সঙ্কটের কারণে সেগুলো পুরোপুরি চালানো যাচ্ছে না।

এ সম্পর্কিত আরও পড়ুন