আর্কাইভ থেকে ক্রিকেট

পিএসএলে দল পেলেন তিন বাংলাদেশি প্লেয়ার

স্থগিত হওয়া পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ষষ্ঠ আসরের বাকি অংশের জন্য অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং লিটন কুমার দাস দল পেয়েছেন। সাকিব-মাহমুদউল্লাহ আগে পিএসএলে খেলার অভিজ্ঞতা থাকলেও, প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে সুযোগ পেয়েছেন লিটন।

মঙ্গলবার ভার্চুয়ালভাবে ১৩২ জন বিদেশিকে নিয়ে অনুষ্ঠিত হয় পিএসএলের প্লেয়ার্স ড্রাফট। সেখানে টুর্নামেন্টের বাকি অংশের জন্য বিকল্প ক্রিকেটারদের দলে ভেড়ায় ফ্যাঞ্জাইজিগুলো।

প্লাটিনাম ক্যাটাগরি থেকে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। আরেক টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নিয়েছে মুলতান সুলতান্স। সিলভার ক্যাটাগরি থেকে তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লিটন কুমার দাসকে দলে ভিড়িয়েছে বাবর আজমের করাচি কিংস।

তামিম ইকবাল, সাব্বির রহমান এবং তাসকিন আহমেদ নিলামে নাম লেখালেও দল পাননি।

উল্লেখ্য, মাত্র ১৪ ম্যাচ মাঠে গড়ানোর পর করোনা ভাইরাসের আঘাতে মাঝপথেই স্থগিত করা হয়েছিলো পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ষষ্ঠ আসর। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসে ১ তারিখ থেকে আবারও মাঠে গড়াবে টুর্নামেন্টের বাকি অংশ।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন