আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় মৃত্যু আরও প্রায় সাড়ে ১০ হাজার

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় মারা গেছে আরও প্রায় সাড়ে ১০ হাজারের মতো মানুষ। একই সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে চার লাখ ৪৭ হাজারের বেশি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। দেশটিতে একদিনে মৃত্যু মারা গেছে তিন হাজার ২০৫ জন। আক্রান্ত হয়েছে এক লাখ ৩৩ হাজার ২২৮ জন। যা আগের দিনের সংক্রমণ এবং মৃত্যুর চেয়ে বেশি। করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মোট শনাক্ত হয়েছে দুই কোটি ৮৩ লাখের বেশি। মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা দেশটিতে এ পর্যন্ত মারা গেছে তিন লাখ ৩৫ হাজারের বেশি মানুষ।

ব্রাজিলে একদিন পর আবারও বেড়েছে মৃত্যু। মে মাসের শেষে করোনার প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে আনলেও জুনের শুরুতে আবারো আগের মতোই মৃত্যু ও সংক্রমণ ঊর্ধ্বমুখী ল্যাটিন অ্যামেরিকার দেশটিতে। মঙ্গলবার ব্রাজিলে করোনায় মারা গেছে দুই হাজার ৩শ’ জনের বেশি। একই সময়ে ভাইরাসটি মিলেছে প্রায় ৭৮ হাজার মানুষের শরীরে। মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে চার লাখ ৬৫ হাজার। আক্রান্ত হয়েছে এক কোটি সোয়া ৬৬ লাখের বেশি মানুষ।

এদিন কোভিড-১৯ এ তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে আরেক ল্যাটিন দেশ আর্জেন্টিনা। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছে আরও ৬৪০ জন। আক্রান্ত ৩৫ হাজার ৩৫৫ জন।

এদিন কলম্বিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫২৩ জন। দেশটিতে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৬ হাজার।

যুক্তরাষ্ট্রে আরও কমেছে করোনার দাপট। মঙ্গলবার করোনার সবচেয়ে বড় শিকার দেশটিতে মারা গেছে ২৪৭ জন। সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ১০ হাজারের কিছু বেশি। বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রেই। দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে তিন কোটি সাড়ে ৪১ লাখ জন। মারা গেছে ছয় লাখ ১০ হাজারের বেশি মানুষ।

বিশ্বে করোনা মহামারিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৩৫ লাখ ৭৫ হাজারের বেশি। মোট আক্রান্ত ১৭ কোটি ১৯ লাখের বেশি মানুষ।                            

                               

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন