আগামী ৭ নভেম্বর ঘিরে বিএনপির কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ৭ নভেম্বর ঘিরে কর্মসূচি ঘোষণা করেছে।
রোববার (৩০ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, ৭ নভেম্বর সকাল ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যেরা পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করবেন।
মির্জা ফখরুল বলেন, ওইদিন দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে উন্মুক্ত আলোচনা সভা হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।
তিনি আরও বলেন, ৭ নভেম্বর উপলক্ষে ইতিমধ্যে সারা দেশে জেলা ও মহানগরে পোস্টার পাঠানো হয়েছে। ক্রোড়পত্র প্রকাশ করা হবে। একইভাবে দেশব্যাপী জেলা, মহানগর ও উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় সুবিধানুযায়ী আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে।
যৌথ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব ও সম্পাদকমণ্ডলীর সদস্য এবং বিএনপি-ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেয়।