আর্কাইভ থেকে দেশজুড়ে

সিরাজগঞ্জে ফুটবুল বিশ্বকাপে রং লেগেছে

ফুটবল বিশ্বকাপ বছর ঘুরে আবার এসেছে । সিরাজগঞ্জে বেশ জমজমাট পতাকার দোকান গুলো। ব্রাজিল ,আর্জেন্টিনার ও অন্য দলের সমর্থকরা পতাকা কিনছেন পাল্লা দিয়ে।

আজ শনিবার (৫ নভেম্বর ) সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা যায়।

সিরাজগঞ্জ শহরের এস এস রোডের ইসলামীয়া কলেজ মার্কেট ও নিউ মার্কেট এলাকার বেশ কিছু  দোকানে পতাকা বিক্রির ধুম পড়ে গেছে। বিভিন্ন সাইজ ও দামে পতাকা নিয়ে বসেছেন বিক্রেতারা । ক্রেতাদের চাহিদা অনুযায়ী সব ধরেনের পতাকা পাওয়া যাচ্ছে। ১০০ টাকা থেকে শুরু করে হাজার টাকা বিক্রি হচ্ছে পতাকা।

বাংলাদেশ না খেললেও সিরাজগঞ্জে প্রতিটি ঘরে যেন বিশ্বকাপের আমেজ। জমে উঠেছে চায়ের দোকান ও হাট বাজার। বিশাল আকৃতির পতাকা বানিয়ে প্রতিবেশীদের সাথে প্রতিযোগিতায় নেমেছে কিশোর কিশোরীরা। বিভিন্ন বাড়ি সেজে পাড়ার  উঠবে পতাকার রং।

পতাকা কিনতে আসা সাগর বলেন, “আমার বাড়ির ছাদে টানিয়ে রাখার জন্য ৫০ ফিট আর্জেন্টিনার পতাকা কিনলাম। আমি আশা করছি এবার আমার দল বিশ্বকাপের ট্রফি নিবে”।

ইসলামীয়া কলেজ মার্কেট এর পতাকা বিক্রেতা তোজাম্মেল হক বলেন, “প্রায় ১০-১২ দিন ধরে পতাকা বিক্রি করছি গত বিশ্বকাপের চেয়ে এবার পতাকা কম বিক্রি হচ্ছে।”

এ সম্পর্কিত আরও পড়ুন