আর্কাইভ থেকে ক্রিকেট

ডিপিএলে বর্ণবৈষম্যের অভিযোগ সাব্বিরের বিরুদ্ধে

এবার বাংলাদেশের ক্রিকেটে বর্ণবৈষম্যের অভিযোগ। এমন গুরুতর অভিযোগ আনা হয়েছে অলরাউন্ডার সাব্বির রহমানের বিপক্ষে।

লিজেন্ডস অব রূপগঞ্জের সাব্বিরের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপিতে বুধবার হযেছে এই ম্যাচ। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ইলিয়াস সানিকে বর্ণবৈষম্যমূলক গালি দেয়া ও মাঠের বাইরে থেকে সাব্বির ইট ছুড়ে মেড়েছেন বলে সিসিডিএম চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

এদিকে সিসিডিএমকে পাঠানো অভিযোগের চিঠিতে শেখ জামাল লিখেছে, 'অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি যে, অদ্য ১৬ জুন ২০২১ তারিখে বিকেএসপি এর ৩নং মাঠে লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব এর মধ্যকার খেলা চলাকালীন সময়ে লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড- এর খেলোয়াড় জনাব মোহাম্মদ ইলিয়াসকে লিজেন্ডস অব রূপগঞ্জ এর খেলোয়াড় জনাব সাব্বির রহমান রুম্মন মাঠের বাহির হতে বিনা কারনে উপুর্যপরি ইট ছুড়ে মারেন।'

চিঠিতে তারা আরও উল্লেখ করেছে, 'অকথ্য ভাষায় গালিগালাজ ও উচ্চস্বরে বর্ণ বৈষম্য মূলক আচরণ করে বলেন যে, ওই কাইল্যা, কাইল্যা, কাইল্যা ইলিয়াস। যাহা একজন প্রফেশনাল ক্রিকেট খেলোয়াড় হিসেবে এহেন আচরণ অশোভনীয়ই নয়, শাস্তিযোগ্য অপরাধও বটে। এমতাবস্থায়, জনাব সাব্বির রহমান রুম্মন এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জনানো যাচ্ছে।'

১৩ জুন শেখ জামাল-রূপগঞ্জের ম্যাচেও নিজের ব্যাটিংয়ের সময় বোলার ইলিয়াস সানির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান সাব্বির। সেদিনও নাকি ইলিয়াস সানিকে গালি দিয়েছিলেন তিনি।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন