রাজশাহীতে বিজয় দিবস উদযাপন
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা এক মিনিটের পর থেকে বিজয় দিবসের কর্মসূচি পালন শুরু হয়।
রাজশাহীর শহীদ মিনারগুলোতে ১২টা ১ মিনিট থেকে শ্রদ্ধা জানাতে ঢল নামে শ্রেণি পেশার মানুষের। রাজশাহী জেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বর্ণাঢ্য আয়োজনে পালন করছে মহান বিজয় দিবস।
এদিকে সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বেলুন ফেস্টুন উড়িয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরল্লাহ এনডিসি। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি উর্ধতন কর্মকর্তারা।
বেলা ১১টায় নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাসিকের কাউন্সিলরবৃন্দ। এ সময় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে রাজশাহীর শহীদ মিনারগুলোতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় নগর ও জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্সপার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে পৃথকভাবে রাজশাহী নগরীতে বিজয় দিবসের বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানান রাবির উপাচার্য গোলাম সাব্বির সাত্তার। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী করা হয়।