আর্কাইভ থেকে ফুটবল

মেসি-নেইমার বিহীন ম্যাচে হারলো পিএসজি

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা মেসি এখনও ছুটি কাটিয়ে ফেরেননি। আগের ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারেননি নেইমার। তাদের ছাড়া নিজের সেরাটা দেখাতে পারলেন না এমবাপে। লিওনেল মেসি আর নেইমারের অভাবটা ভালোই টের পেলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

লিগের দ্বিতীয় অবস্থানে থাকা দল লেঁসের বিপক্ষে অন্তত তা পারেননি এমবাপে। ৩-১ গোলে হেরে বসেছে তার দল। যার ফলে নতুন বছরের শুরুতে ভেঙে গেছে পিএসজির প্রায় আট মাসের দীর্ঘ অপরাজেয় যাত্রাও।

ম্যাচের পাঁচ মিনিটের মাথায়ই পিছিয়ে পড়ে পিএসজি। শেমেসোয়াফ ফ্রাঙ্কোভস্কি চমৎকার গোলে এগিয়ে দেন লঁসকে। তিন মিনিট পরই অবশ্য সমতা ফিরিয়েছিলেন হুগো একিতিকে। তবে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লেঁস।

দ্বিতীয়ার্ধের শুরুতে পিএসজির জালে আরও এক গোল জড়ায় লেঁস। ওপেন্দার বাড়ানো বলে অ্যালেক্সিস ক্লদ-মরিসের গোল ৩-১ গোলে এগিয়ে দেয় স্বাগতিকদের। প্রথম গোলের জবাব দিলেও শেষ দুটোর জবাব আর দিতে পারেনি ফরাসি চ্যাম্পিয়নরা।

এই হারের পরও অবশ্য ১৭ ম্যাচ শেষে পিএসজি আছে লিগের শীর্ষেই। তবে দুইয়ে থাকা লেঁসের সঙ্গে ব্যবধানটা কমে এসেছে দলটির। ৪৪ পয়েন্ট অর্জন করা প্যারিসিয়ানরা লেঁস থেকে এগিয়ে এখন মাত্র ৪ পয়েন্টে।

এ সম্পর্কিত আরও পড়ুন