আর্কাইভ থেকে ফুটবল

জরিমানা গুনেও শিক্ষা হয়নি তিতের

ঘরের মাঠের সমালোচনা করাতে পাঁচ হাজার ডলার জরিমানা গুনতে হয়েছে ব্রাজিল কোচ তিতেকে। তাতে বুঝি শিক্ষা হয়নি তার। আবারও মাঠের সমালোচনা করলেন নেইমারদের এই গুরু। এবার মারাকানায় যে স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনাল খেলা হবে, সে মাঠের অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। 

তিতে বলেছেন, ‘নিল্টন সান্তোসের মাঠ নিয়ে কথা বললে আমি জরিমানার মুখে পড়ব। এটা আবারও হবে। মারাকানা ফাইনালের আগে খুব ভালো হয়ে যাবে না। সময়টা খুব কম। আপনি এটা লিখে নিতে পারেন।’ যদিও টুর্নামেন্ট কমিটি জানাচ্ছে, ফাইনালের আগেই ভালো চেহারায় ফিরবে মারাকানা।

গত ১৭ জুন নেইমার পেরুর বিপক্ষে গোল করেন। তার একটা ছবি ইনস্টাগ্রামে দিয়ে ব্রাজিলের কোচ লিখেছেন, ‘এনগেনহাওয়ের ‘সুন্দর’ পিচে কালকের গোলটার উদযাপন করছি। দয়া করে মাঠটা ঠিক করুন।’ তার সঙ্গে সুর মিলিয়েছিলেন পেরুভিয়ান গোলরক্ষক পেদ্রো গালেসিও। বলেছিলেন, ‘ঠিকঠাক গোল কিকই নেয়া যায় না এখানে, বল দেবে যায়।’ 

এর তিন দিন আগে চিলির বিপক্ষে ড্র করে মেসি বলেছিলেন, ‘মাঠটাও খুব একটা সাহায্য করেনি আমাদের।’ আর্জেন্টাইন কোচ স্ক্যালোনির কথা তো ছিল আরও চাঁচাছোলা। বলেছিলেন, ‘এটা এমন একটা মাঠ, যেটা অন্য কোনো খেলার জন্য ব্যবহার করা গেলেও, ফুটবলের জন্য এর ব্যবহার চলে না।’

কোপা আমেরিকার মাঠে এমন পরিস্থিতি নতুন কিছু নয়। এর আগে গেল আসরে এই ব্রাজিলেই মাঠ নিয়ে ছিল বেশ অসন্তোষ। এর ভেতর দিয়েই আয়োজিত হয়েছিল দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ এই টুর্নামেন্ট।

এমন সমালোচনার মধ্যেই শনিবার কনমেবল জানিয়েছে, কোপা আমেরিকার ফাইনালের ভেন্যু, মারাকানা স্টেডিয়ামের মাঠ সংস্কারের কাজ চলছে। ফাইনালের আগেই খেলার জন্য উপযুক্ত পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে সেখানে। 

কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে তিতে বলেছিলেন, এই মাঠে ভালো ফুটবল খেলা সম্ভব না। ইউরোপে অনেক ভালো মাঠে খেলা হচ্ছে। কিন্তু আমাদের এখানে মাঠ বাজে। এখানে খেলে আমাদের ফুটবল নষ্ট হতে পারে। এই মন্তব্যের জেরেই শাস্তির মুখে পড়তে হয়েছিল তিতেকে। নিজের দেশের মাঠ নিয়ে বিরূপ মন্তব্য করায় দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ৫ হাজার ডলার জরিমানা করে তাকে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন