ইংল্যান্ড সিরিজের আগেই হেড কোচ নির্ধারণ করবে বিসিবি
গেল ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন রাসেল ডমিঙ্গো। এরপর থেকেই এই প্রধান কোচ বিহীন ভাবে আছেন টাইগাররা।
কে হবেন প্রধান কোচ এ নিয়ে বেশ কয়েক জনের নাম শোনা গেলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বোর্ড। তবে ঘরের মাঠে মার্চে অনুষ্ঠিত ইংল্যান্ড সিরিজে পাওয়া যাবে সাকিবদের প্রধান কোচ। এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়ুনঃ ইউনাইটেড ছিল লাল, অলরেড লিভারপুল যেন কালো!
শনিবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপরাশেন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন এসব কথা। তবে কে হবেন টাইগারদের কোচ সে ব্যাপারে কিছুই জানাননি তিনি।
জালাল ইউনুস বলেন,আমি হাতুরাসিংহের কথা বলতে পারছি না। যেটা আমি জানি, প্রধান কোচের জন্য আমরা চেষ্টা করছি। আমি নির্দিষ্ট করে কোনো নাম বলতে পারছি না। আপনারা জানেন যে, আমাদের সামনে ইংল্যান্ড সিরিজ আছে। আমরা চেষ্টা করবো ইংল্যান্ড সিরিজের আগে একজন প্রধান কোচ নিয়োগ দেওয়ার।