রোনালদোকে হ্যালোও বলেননি বেনজেমা
বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলতে সৌদি আরবে আছেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। ওদিকে রিয়াল মাদ্রিদ স্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন ঠিকানা এখন সৌদি আরব। প্রাণের দল এলাকায় আর সিআর সেভেন দেখা করবেন না এমনটা হয় না কি!
তাই মাদ্রিদ ক্যাম্পে ছুটে এসে নতুন মূখ, পুরনো বন্ধু এবং কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। রোনালদোকে কাছে পেয়ে ছবি তুলতে ভুলেননি ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস, মিলিতাওরা। কোচ আনচেলত্তির সঙ্গে তার খুনসুটির ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
অথচ রোনালদোর সঙ্গে ছবি তোলেননি বন্ধু করিম বেনজেমা । ছবি তোলা তো দূরের কথা তিনি না কি রনকে হ্যালও বলার সময় পান নি। কেন তিনি এমনটা করলেন এ জন্য প্রশ্নর মুখোমুখি হতে হলো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা ৩৫ বছর বয়সী এই ফুটবলারকে।
জবাবে অবশ্য বেনজেমা বলেছেন, রোনালদোকে তার হ্যালো বলার সময়ও হয়নি। বন্ধুত্ব বোঝানোর জন্য ছবি তুলে ইনস্টাগ্রাম, টুইটারে দেওয়ার দরকার নেই। করিম আশা করছেন ফাইনালে দিন বন্ধু রোনালদোর সাথে দেখা হবে এবং কথাও হবে।