ব্রাজিলে হ্যাট্রিক দিয়ে শুরু সাবেক বার্সা বয়ের
চলতি মাসের শুরুতে সাবেক বার্সা বয় লুইস সুয়ারেজ যোগ দেন ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে । আর নতুন ক্লাবে এসে শুরুটা করলেন দারুণ এক হ্যাট্রিক দিয়ে।
গ্রেমিওর হয়ে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করলেন সুয়ারেজ। তার এই হ্যাট্রিকের মধ্য দিয়ে ব্রাজিলিয়ান ক্লাবটি জয় করলো গাউচা সুপার কাপ। শুরুর একাদশে নেমে ৩৭ মিনিটের মধ্যে সুয়ারেজের হ্যাটট্রিকে দল জয় পায় ৪-১ গোলে।
আয়াক্স থেকে লিভারপুল এরপর বার্সেলোনায় এসে মেসির গড়েন এক ঐতিহাসিক জুটি। সাথে ছিলেন ব্রাজিল স্টার নেইমার। এই ত্রয়ী ছিল কতোটা ভয়ংকর তা ফুটবল বিশ্বের অজানা থাকার কথা নয়।
বার্সা থেকে ভেজা চোখে অ্যাটলেটিকো মাদ্রিদে আসেন উরুগুয়ান এই তারকা। এরপর গত জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে শৈশবের ক্লাব নাসিওনালে ফেরেন সুয়ারেজ। উরুগুয়ের ক্লাব নাসিওনালে তিন মাসের অধ্যায় শেষে ফ্রি ট্রান্সফারে চলতি মাসের শুরুতে ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে যোগ দেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।
আরও পড়ুনঃ হ্যাট্রিক জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
২০১৩ সালের ডিসেম্বরে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে নরউইচের বিপক্ষে হ্যাটট্রিকের পর এই প্রথম প্রথমার্ধে তিন গোলের দেখা পেলেন সুয়ারেজ।
গত বছর প্রমোশন পেয়েছে গ্রেমিও। তাই এই মৌসুমে ব্রাজিলের সেরি আয় খেলবে দলটি।
আরও পড়ুনঃ রোনালদোদের বিপক্ষে খেলতে দোহায় মেসি-নেইমার-এমবাপ্পেরা