জেলা প্রশাসক সম্মেলন আজ
তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আজ। মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনাররাও অংশ নেবেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে এটিই শেষ ডিসি সম্মেলন। এ কারণে এবারের ডিসি সম্মেলন অন্যান্য বছরের তুলনায় গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। ডিসি সম্মেলন চলবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত।
এবারের সম্মেলনে ২৬টি কার্য অধিবেশনে ২৪৫টি প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।