স্ত্রীকে হত্যা করে আত্মগোপনে থাকা ঘাতক স্বামী গ্রেপ্তার
স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রেজাউল করিম জাহিদকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪। হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৫ বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জের বালুর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪'র জামালপুর ক্যাম্প।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জামালপুর সদরের মো. হালিমের ছেলে রেজাউল করিম জাহিদ স্ত্রীসহ ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকায় বসবাস করতেন। সেসময় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন করতেন জাহিদ। নির্যাতনের এক পর্যায়ে তার স্ত্রীর মাথায় লাথি মারলে তিনি দেয়ালে আঘাতপ্রাপ্ত হন ও পরে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় কেরানীগঞ্জ থানার এসআই মাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৮ম আদালতের বিচারক আসামি জাহিদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। মামলার ঘটনার পর থেকেই আসামি জাহিদ আত্মগোপনে চলে যায়।
র্যাব আরও জানায়, দীর্ঘ ১৫ বছর আত্মগোপনে থাকা অবস্থায় রেজাউল করিম জাহিদ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে শ্রমিক এবং দিনমজুর পেশায় নিয়োজিত ছিল। পরবর্তীতে তার ব্যাপারে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামির অবস্থান নিশ্চিত করে অভিযান শুরু করে র্যাব। পরবর্তীতে মঙ্গলবার বিকেল ৪ টার দিকে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জের বালুর মাঠ এলাকা থেকে আসামিকে আটক করতে সক্ষম হয়।