আর্কাইভ থেকে ফুটবল

হ্যাট্রিক জয়ের লক্ষ্যে আগামীকাল মাঠে নামছে ব্রাজিল

‘অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ’ টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে ব্রাজিলের যুবারা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে দুর্দান্তভাবে জয় তুলে নিয়েছে ভবিষ্যতের নেইমাররা। প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে ও দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-১ গোলে পরাজিত করেছে সেলেসাওরা।

 

হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে স্বাগতিক কলম্বিয়া অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৬ টা ৩০ মিনিটে এস্তাদিও পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামে।

আরও পড়ুনঃ পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল ছাড়ার নির্দেশ পিসিবির

‘অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ’ টুর্নামেন্টে ব্রাজিল-কলম্বিয়া উভয় দলই খেলছে ‘গ্রুপ এ’তে। গ্রুপ পর্বে ১০ দলকে ভাগ করা হয়েছেরে দুই ভাগে। ‘এ’ গ্রুপে ব্রাজিল ও স্বাগতিক কলম্বিয়া ছাড়াও আরও রয়েছে আর্জেন্টিনা, পেরু ও প্যারাগুয়ে। ‘বি’ গ্রুপে রয়েছে ভেনিজুয়েলা, চিলি, ইকুয়েডর, উরুগুয়ে ও বলিভিয়া।

আরও পড়ুনঃ ম্যাচ জয়ের পরেও বিশ্বকাপ থেকে বিদায় টাইগ্রেসদের

 

এ সম্পর্কিত আরও পড়ুন