গোল শূন্য রোনালদো, সুপার কাপ থেকে দলের বিদায়
আল নাসেরের হয়ে নামার আগে রিয়াদ অলস্টার একাদশে হয়ে খেলেছেন রোনালদো। পিএসজির বিপক্ষে সেই ম্যাচে অবশ্য পেয়েছিলেন জোড়া গোল এবং হয়েছিলেন ম্যাচ সেরাও। কিন্তু আল নাসের হয়ে প্রথম দুই ম্যাচেই গোল শূন্য এই পর্তুগিজ তারকা। প্রথম ম্যাচে জয় পেলও দ্বিতীয় ম্যাচে আল-ইত্তিহাদের বিপক্ষে আল নাসের হেরেছে ৩-১ গোলে। আর এই হারের কারণে আল নাসেরকে বিদায় নিতে হয়েছে সৌদি সুপার কাপ থেকে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে সৌদি সুপার কাপের সেমিফাইনালে কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয় আল-নাসর ও আল-ইত্তিহাদ। ম্যাচের ১৫ মিনিটের মাথায় রোমারিয়ানহোর গোলে এগিয়ে যায় ইত্তিহাদ। দ্বিতীয়ার্ধে আগে আব্দুর রাজ্জাক হামাদুল্লাহ দ্বিগুণ করে ফেলেন ব্যবধান।
৬৭ তম মিনিটে নাসেরের হয়ে তালিস্কো এক গোল শোধ দিলেও খেলার শেষ সময়ে ইত্তিহাদের হয়ে আরও একটি গোল করেন মুহান্নান আল-শানকিটি। ফলে ৩-১ গোলের বড় জয় নিয়েই ফাইনালে উঠে যায় ইত্তিহাদ।
পুরো ম্যাচই খেলা রোনালদো ছিলেন একদম নিস্প্রভ। খুব বেশি গোলের সুযোগ তিনি তৈরি করতে পারেননি। প্রথমার্ধে সহজ একটি সুযোগ পেলেও সেটা থেকে গোল করতে ব্যর্থ হন ।
ইত্তিহাদের বিপক্ষে সুপার কাপ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও, সৌদি পেশাদার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে রোনালদোর দল আল-নাসের। পরবর্তী ম্যাচ আগামী ৩ ফেব্রুয়ারি আল-ফাতেহর বিপক্ষে লিগ ম্যাচে নামবেন তারা।