আর্কাইভ থেকে ক্রিকেট

শ্রীলঙ্কান বোর্ডকে একহাত নিলেন বিশ্বকাপ জয়ী রানাতুঙ্গা

ভারতের দ্বিতীয় সারির দলের সঙ্গে খেলতে রাজি হওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে একহাত নিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। তবে এসএলসিও রানাতুঙ্গার সমালোচনার জবাব দিয়েছে।

বিরাট কোহলির নেতৃত্বে ভারতের মূল দল আগস্ট-সেপ্টেম্বের ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ডে। তার আগে এ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে শর্টার ফরম্যাটের সিরিজ। রাহুল দ্রাবিড়কে কোচ ও শিখর ধাওয়ানকে অধিনায়ক করে একটি দল এখন লঙ্কা সফরে। ভারতের এ দলটাকে দ্বিতীয় সারির বলছেন সাবেক লঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য এটা অপমানজনক বলেও মনে করেন তিনি। 

চুপ করে বসে থাকেনি লঙ্কান ক্রিকেট বোর্ড। রানাতুঙ্গার সমালোচনার জবাবে বোর্ড জানিয়েছে, ভারতের দলটা মোটেও দ্বিতীয় সারির নয়। ২০ সদস্যের দলের ১৪ জন কোন না কোনো ফরম্যাটে খেলেছে।

এস 

এ সম্পর্কিত আরও পড়ুন