আর্কাইভ থেকে বাংলাদেশ

ক্ষমা চাইলে আমি আপনাদের হয়ে ওকালতি করব-হিনাকে মোমেন

বাংলাদেশের সঙ্গে পাকিস্তান সম্পর্ক বাড়াতে চায়। বিভিন্ন মাধ্যমে এমন তথ্য জানিয়েছে দেশটি। সবশেষ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকেও বিষয়টি জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার। জবাবে মোমেন তাকে জানিয়েছেন বাংলাদেশ চায় পাকিস্তান একাত্তরের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলে সম্পর্ক উন্নয়নে তাদের পক্ষে ওকালতি করারও আশ্বাস দিয়েছেন। বললেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে এর জবাবে হিনা রব্বানি কিছুই বলেননি বলে জানিয়েছেন মোমেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কা সফর শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মাঝে গেলো শনিবার (৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারের সঙ্গে বৈঠক করেন আব্দুল মোমেন।

মন্ত্রীর বক্তব্যে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অবস্থানের বিষয় মোমেন বলেন, তিনি একটু এড়িয়ে গেছেন। কোনো উত্তর দেননি। তবে তিনি বলেছেন, তাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমি বলেছি, আমাদের এখানেও সীমাবদ্ধতা আছে।

তিনি আরও বলেন, সম্পর্ক বাড়ানোর বিষয়ে তাদের আচরণ খুবই ইতিবাচক। তারা চাচ্ছে আমাদের সঙ্গে সুসম্পর্ক করতে। শুধু আমাদের সঙ্গে নয়, ভারতবর্ষের সঙ্গেও সম্পর্ক ভালো করতে চায় পাকিস্তান।

কোন কোন খাতে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়, এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, তারা ফরেন অফিস কনসালটেন্ট (এফওসি) চাচ্ছে। প্রথমে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায়। আমরা বলেছি, আপনারা ব্যবসা করছেন। পাকিস্তানের সঙ্গে আমাদের ব্যবসাটা একপক্ষীয় হয় গেছে। আমি বলেছি, আপনারা অনেক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন; অ্যান্টি ডাম্পিং আছে, এগুলো তুলে নেন।

এএম

 

https://youtu.be/bPJsPnAltt4

এ সম্পর্কিত আরও পড়ুন