আর্কাইভ থেকে আন্তর্জাতিক

পরপর আটটি আফটারশক তুরস্কে

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খারমানমারাসের গাজিয়ানতেপ শহরের কাছে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে পরপর আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থার সিএনএনের সাংবাদিক এয়াদ কৌরদি এ তথ্য জানিয়েছেন। তিনি গাজিয়ানতেপ শহরেই থাকেন।

সিএনএনকে তিনি জানিয়েছেন, ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর খুবই শক্তিশালী আটটি আফটার শকও হয়েছে। এতে তার ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র মাটিতে পড়ে যায়। ভূমিকম্পের পরপরই তার আশপাশের বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নেন।

সিএনএনের আবহাওবিদরা বলছেন, এরকম শক্তিশালী ভূমিকম্পের পর কয়েক ঘণ্টা এমনকি কয়েকদিন পর পর্যন্তও আফটারশক হতে পারে।

স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে তুরস্কে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতি অনুযায়ী, পর পর দু’টি ভূমিকম্প হয়েছে তুরস্কে। প্রথমটি হয়েছে ভোর ৪ টা ১৭ মিনিটে এবং সেটির মাত্রা ছিল ৭ দশমিক ৮; দ্বিতীয়টি ঘটে তার ১৫ মিনিট পর। সেটি মাত্রা ছিল ৬ দশমিক ৭।

সিরিয়া, লেবানন এবং সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে।

সংবাদ সংস্থা এপির তথ্য অনুযায়ী তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০০।

এ সম্পর্কিত আরও পড়ুন