আর্কাইভ থেকে বিএনপি

জামিন পেলেন রুহুল কবির রিজভী

রাজধানীর মোহাম্মদপুর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তার বিরুদ্ধে হওয়া মোট ৪৫ মামলার মধ্যে সাতটিতে জামিন পেলেন।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক ফাতেমা ফেরদৌস শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। রিজভীর জামিন শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ।

রিজভীর আইনজীবী শেখ শাকিল আহম্মেদ বলেন, ২০১৫ সালে মোহাম্মদপুর থানার বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় রিজভীর জামিন বাতিল করে আদালত গ্রেপ্তারি পরোয়না করেন। মামলাটি অভিযোগ গঠনের জন্য রয়েছে। এ মামলায় জামিন শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেছেন।

২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলার রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সম্পর্কিত আরও পড়ুন