আর্কাইভ থেকে জাতীয়

রাইড শেয়ারিং চালকদের মোটরসাইকেল নিয়ে রাস্তায় অবস্থান

রাইড শেয়ারিং চালকদের মোটরসাইকেল নিয়ে রাস্তায় অবস্থান

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যাত্রী পরিবহনের পাশাপাশি দুই সপ্তাহের জন্য রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

বৃহস্পতিবার (১ এপ্রিল) এ সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে মোটরসাইকেলসহ অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন রাইড শেয়ারিং সার্ভিসের চালকরা। মোটরসাইকেল নিয়ে চালকরা রাস্তায় অবস্থান নেয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সকাল ১১টা থেকে তারা প্রেস ক্লাবের সামনের রাস্তায় জড়ো হতে শুরু করেন। বেলা ১২টা পর্যন্ত কয়েকশ মোটরসাইকেল প্রেস ক্লাবের সামনে জমায়েত হয়েছে।

বিক্ষোভে অংশ নেয়া একজন বলেন, আমাদের পেটে লাথি মারা হয়েছে। আমাদেরকে মোটরসাইকেলে যাত্রী পরিবহনের সুযোগ দিতে হবে। এই দাবি আদায় করেই আমরা রাস্তা ছাড়ব।

ফেসবুক গ্রুপের মাধ্যমে সবাই একত্রিত হয়েছেন তারা।

আরও পড়ুন: বাসে উঠতে না পেরে খিলক্ষেতে যাত্রীদের বিক্ষোভ

এর আগে দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার (৩১ মার্চ) বিআরটিএর উপ-পরিচালক (প্রকৌশল শাখা) বিমলেন্দু চাকমা স্বাক্ষরিত এক অফিস আদেশে রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেয়া হয়। 

এ সম্পর্কিত আরও পড়ুন রাইড | শেয়ারিং | চালকদের | মোটরসাইকেল | নিয়ে | রাস্তায় | অবস্থান