লাইফস্টাইল

ক্যাটরিনার রেশমি চুলের রহস্য ফাঁস, বিশেষ তেল বানিয়ে দেন শাশুড়ি

শাশুড়ির প্রশংসা বউমার মুখে? এমনিতে এমনটা খুব কম দেখা গেলেও, ক্যাটরিনা কাইফকে দেখা গেল নিজেকে একজন ভাগ্যবান পুত্রবধূ বলতে।

ভিকি কৌশলের মতো স্বামী এবং এমন শাশুড়ি পেয়ে নিজেকে ধন্যও বলেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। শাশুড়ির সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক নিয়েও প্রায়শই কথা বলতে দেখা যায় ভিকিকে। ক্যাটরিনাও যখনই সুযোগ পান, শাশুড়ির সঙ্গে প্রচুর সময় কাটান। কিছু দিন আগেই শাশুড়ি মা বীণা কৌশলের সঙ্গে শিরডি সাঁইবাবার মন্দিরে পৌঁছে গিয়েছিলেন ক্যাটরিনা। শাশুড়ি-বৌমার এই জুটি দেখে মুগ্ধ হয়েছিলেন নেটাগরিক।

জানেন কি শাশুড়ি বীণা কৌশল ক্যাটরিনাকে সুন্দর রাখতে কতটা সময় ব্যয় করেন? শুধু তাই নয়, তিনি ক্যাটরিনার চুলের জন্য একটি বিশেষ তেলও তৈরি করেন। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছেন ক্যাটরিনা।

ক্যাটরিনা বলেন, ‘আমি স্কিন কেয়ার খুব পছন্দ করি। কারণ, আমার ত্বক সেনসিটিভ। আমার অনেকটাই যত্ন নেয়া দরকার। তবে আমি সবে শুরু করেছি এগুলো। আমার শাশুড়ি পেঁয়াজ, আমলা, অ্যাভোকাডো এবং আরও দু-তিনটি জিনিস মিশিয়ে চুলের তেল তৈরি করেন। ঘরোয়া টোটকা দারুণ কাজ করে। এই তেল সত্যিই চুলের পক্ষে খুব উপকারী।’

২০২১-এর ডিসেম্বরে গাঁটছড়া বেঁধেছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। রাজস্থানের এক রাজবাড়িতে বসেছিল বিয়ের আসর। তবে বিয়ের আগের দিন পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তাঁরা। কোনও ভাবেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি ভিকি-ক্যাটরিনার পরিবারও। এখনও একসঙ্গে কোনও ছবিতে জুটি বাঁধেননি ভিকি ও ক্যাটরিনা। কর্ণ জোহরের অনুষ্ঠানে গিয়ে প্রথম ভিকিকে নিয়ে মন্তব্য করেছিলেন ক্যাটরিনা। অভিনেত্রী জানিয়েছিলেন, পর্দায় ভিকির সঙ্গে জুটি বাঁধলে মানাবে ভাল। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল।

শুধু শ্বশুর বা শাশুড়ি নয়, ক্যাটরিনা তার স্বামী ভিকি কৌশলেরও প্রশংসা করেছেন। অভিনেতাকে সবটা মানিয়ে নিয়ে চলা একজন ব্যক্তি বলেও উল্লেখ করেছেন তিনি।

অভিনেত্রী ২০২২ সালে কপিল শর্মার শোতে বলেছিলেন, শাশুড়ি তার জন্য পছন্দের মিষ্টি আলুর খাবার তৈরি করেন। একটা সময় ভিকির মা তাকে প্রচুর পরোটা খাওয়াতেন। যেহেতু অভিনেত্রী ডায়েটে আছেন। তাই তিনি তৈলাক্ত জিনিস খেতে পারেন না। প্রায় এক বছর হয়ে গিয়েছে তাকে ডায়েটের খাবার তৈরি করে খাওয়ান শাশুড়ি মা।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন ক্যাটরিনা