বলিউডের অন্যতম চকলেট বয় অভিনেতা হিসেবে পরিচিত রণবীর কাপুর। বলিপাড়ার সবাই্ জানে রণবীর কাপুরের একাধিক প্রেমের কথা।
তবে সবশেষে তার প্রেমের তরী ভিড়েছে পরিচালক মহেশ ভাটের মেয়ে আলিয়ার ঘাটে। বিয়ের পর এখন তো কন্যাসন্তান রাহাকে নিয়ে রণবীর-আলিয়ার সুখের সংসার।
তবে সম্প্রতি এক সাক্ষাতকারে অভিনেতা জানালেন এক বিস্ফোরক তথ্য। অভিনেতার সোজা-সাপ্টা কথা আলিয়া ভাট তার প্রথম স্ত্রী নন।
তাহলে আলিয়ার আগে কে ছিলেন ঋষি-নীতু পরিবারের পুত্রবধূ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে।
হিন্দি চলচ্চিত্রের প্রভাবশালী কাপুর পরিবারের সন্তান রণবীর কাপুর এমন একজন অভিনেতা যিনি গণমাধ্যমকে খুব কম সাক্ষাৎকার দেন। তবে, যখনই তিনি মিডিয়ার সাথে কথা বলেন বা সাক্ষাৎকার দেন, তখনই তিনি তাঁর জীবনের অনেক মজাদার ঘটনা শেয়ার করেন।
সম্প্রতি রণবীর কাপুর একটি সাক্ষাৎকারে তাঁর প্রথম স্ত্রীর কথা বলেছেন। তিনি বলেছেন যে তিনি এখনও পর্যন্ত তাঁর প্রথম স্ত্রীর সাথে দেখা করেননি। শুধু তাই নয়, তিনি এও বলেছেন যে তিনি তাঁর প্রথম স্ত্রীর সাথে দেখা করতে চান। এতে জল্পনা বেড়ে গেছে নেট দুনিয়ায়, ব্যাপারটা কী?
ভারতীয় সংবাদমাধ্যম ম্যাশেবল ইন্ডিয়ার সাথে বিশেষ আলাপচারিতার সময় রণবীর কাপুর তাঁর 'প্রথম স্ত্রী'-র কথা বলেছেন। সাক্ষাৎকারে রণবীরকে তাঁর সবচেয়ে পাগল ভক্তের ঘটনার কথা জিজ্ঞাসা করা হয়। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রণবীর বলেন, ‘আমি এই ঘটনাকে পাগলামি বলে উল্লেখ করব না, কারণ এটা নেগেটিভ শোনাতে পারে।’
অভিনেতা বলেন, ‘আমার মনে আছে, আমার কেরিয়ারের শুরুর দিনগুলিতে একটা মেয়ে আমায় বিয়ে করতে বাড়িতে আসে।
আমি তাঁর সাথে কখনও দেখা করিনি, কিন্তু আমার বাসার দারোয়ান বলেছিল ওই মেয়েটি একজন পুরোহিতকে সঙ্গে নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি ওই সময় সিনেমার শ্যুটিংয়ের জন্য মুম্বাইয়ের বাইরে অবস্থান করছিলাম।
আমাকে না পেয়ে আমাদের বাসার গেটকেই বিয়ে করেছিল ওই মেয়েটি। যে বাংলোতে বাবা-মার সাথে আমি থাকতাম, সেখানকার গেটে টিকা এবং ফুল রেখে গিয়েছিল।
আমার মনে হয় এটা ভালোবাসা ছাড়া কিছু না। আমি এখনও পর্যন্ত আমার প্রথম স্ত্রীর সাথে দেখা করিনি, তাই আমি তার সাথে দেখা করতে চাই।’
রণবীর কাপুর ২০২২ সালে অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেন। আলিয়া ভাট এবং রণবীর কাপুরের একটা মেয়েও আছে।
রিপোর্ট অনুযায়ী, আলিয়ার আগে ফ্যাশন ডিজাইনারসহ প্রায় ১১জন অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অভিনেতা।
বলিপাড়ার খবর ক্যামেরার সামনে আসার আগে রণবীরের সঙ্গে সম্পর্ক ছিল অবন্তিকা মালিকের। তাঁদের সম্পর্ক খুব বেশিদূর এগোতে পারেনি।
পরবর্তীতে বেছে নেন ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানিকে।
অভিনয় জগতে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে দিয়েই প্রেমের ইনিংস শুরু করেন রণবীর কাপুর।
পরবর্তীতে অভিনেত্রী অনিলকাপুরকন্যা সোনম কাপুর, তারপর দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ,
নার্গিস ফকরি, ভারতীয় বংশোদ্ভূত আইরিশ সুপার মডেলকাম অভিনেত্রী অ্যাঞ্জেলা জনসন,
কিছু দিনের জন্য অভিনেত্রী আমিশা প্যাটেল, দক্ষিনী চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শ্রুতি হাসান
এবং সবশেষ পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গেও রণবীরের প্রেমের সম্পর্কের কথা বলিউডে চাউর হয়।
এমআর//