অভিনয় জীবনের শুরুর দিকে সালমান খান অভিনেত্রী জুহি চাওলাকে খুব পছন্দ করতেন। সালমান এক গণমাধ্যমকে জানান, তিনি জুহির বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু জুহির বাবা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
সালমান খানের জীবনে ঐশ্বরিয়া রায়,ক্যাটরিনা কাইফ, জ়ারিন খান, এবং সঙ্গীতা বিজলানিসহ একাধিক সম্পর্কের গুঞ্জন শোনা গেছে। এমনকি একসময় শোনা গিয়েছিল যে শীঘ্রই বিয়ের আসরে বসবেন। কিন্তু তা কখনোই বাস্তবে রূপ নেয়নি।
সালমান খান এবং জুহি চাওলা একমাত্র ‘দিওয়ানা মস্তানা’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। তবে সেখানে সালমান ক্যামিও চরিত্রে ছিলেন।সালমান এক সাক্ষাৎকারে জানান, জুহি তাকে প্রায়ই এড়িয়ে চলতেন। তবে তিনি জুহিকে একজন 'মিষ্টি' মেয়ে হিসেবে সম্মান করেন।
বর্তমানে সালমান ষাটের কাছাকাছি বয়সে। কিন্তু এখনও তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হননি। একাধিক সম্পর্কের অবসান ঘটানোর জন্য তিনি নিজেকেই দায়ী মনে করেন। সালমান মনে করেন,জুহির বাবা প্রত্যাখ্যান করার কারণ হিসেবে হয়তো মনে করেন আমি তার চাহিদার সঙ্গে মানানসই ছিলাম না।
বর্তমানে অভিনেত্রী জুহি শিল্পপতি জয় মেটারের সঙ্গে বিয়ে করেছেন এবং তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
এসকে//