বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। সম্প্রতি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি। কোলজুড়ে এসেছে একটি পুত্রসন্তান।
তবে গণমাধ্যম সূত্রে জানা যায়, দাম্পত্য জীবনে কিছুদিন আগে বিভিন্ন অশান্তির সম্মুখীন হয়েছিলেন তিনি।
জি বাংলা সিনেমা নামক এক চ্যানেলে 'নিম ফুলের মধু' ধারাবাহিকে মৌমিতা চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। ধারাবাহিকটি শেষ হওয়ার পরেই মা হন তিনি। এর আগেও তিনি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। যার বর্তমানে বয়স সাত বছর।
মানসী গণমাধ্যমকে জানান, তার স্বামীর সাথে সম্পর্ক এতটাই তিক্ততায় পরিণত হয়েছিলো যে সম্পর্ক শেষ করার কথাও ভেবেছিলেন তিনি। তবে তিনি জানিয়েছেন,তার মেয়ের জন্যই সব সমস্যা মিটিয়ে ফেলেন। তারপরই দ্বিতীয় সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন তারা।
মানসীর স্বামী রুপালি দুনিয়ার সঙ্গে যুক্ত নন এবং তিনি মিডিয়ার সামনে আসেন না। তবে জানা গেছে যে নতুন মা এবং তার সন্তান ভালো আছেন।
এসকে//