নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০ কেজি গাঁজা ও নগদ ৪৮ হাজার টাকাসহ সোনিয়া (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
শুক্রবার ( ৫ ফেব্রুয়ারি) ফতুল্লার মাসদাইর শেরে বাংলা লিংক রোডের ছায়া বীথি এলাকায় চালায় পুলিশ। এসময় সোনিয়ার স্বামী মাহাবুব তার স্ত্রী, মাদক ও প্রাইভেটকার রেখে পালিয়ে যায় তাই তাকে আটক করা যায়নি।
গ্রেপ্তারকৃত সোনিয়া নাটোর জেলার সিংড়া থানার চাদপুর গ্রামের মাহাবুবের স্ত্রী। তিনি ফতুল্লার মাসদাইর শেরেবাংলা লিংক রোডের আল আমীন মসজিদের উল্টো-পাশে একটি বাড়িতে ভাড়া থাকে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাহাবুবের বাসায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহাবুব পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী সোনিয়াকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মতে শোয়ার কক্ষ থেকে কয়েকটি প্যাকেটে মোড়ানো সাড়ে ১৬ কেজি গাঁজা ও তার দেখানো মতে প্রাইভেটকারের ভেতর থেকে প্যাকেটে মোড়ানো সাড়ে ৩ কেজি সব মিলিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক আইনে সোনিয়া ও তার স্বামী মাহাবুবের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানান, আসলাম হোসেন।
শেখ সোহান