আর্কাইভ থেকে ক্রিকেট

মুশফিকের বিদায়ের পরই মুমিনের অর্ধশত

মুশফিকের বিদায়ের পরই মুমিনের অর্ধশত

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ২৬ রান যোগ করতেই কর্ণওয়ালের তৃতীয় শিকারে পরিণত হন মুশফিকুর রহীম। দলীয় ৭৩ রানে ব্যক্তিগত ১৮ রানে কর্ণওয়ালের বলে এলবির শিকার হন তিনি। মুশফিকের বিদায়ের পরপরই ক্যারিয়ারের ১৪তম অর্ধশত তুলে নেন অধিনায়ক মুমিনুল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৮২ রান। মুমিনুল ৫৪ ও লিটন ৪ রানে ক্রিজে রয়েছেন।

এর আগে তৃতীয় দিনে তাইজুল, নাইম ও মিরাজের ঘূর্ণিতে পুরোপুরি কুপোকাত হয় ক্যারিবীয়রা। স্কোরবোর্ডে ২৫৯ রান সংগ্রহ করতেই অলআউট হয় তারা। এরপরই বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসের শুরুতে চেপে ধরেন ক্যারিবীয়দের দীর্ঘদেহি ক্রিকেটার রাহকিম কর্ণওয়াল। প্রথম ওভারেই তামিম ও শান্তকে কোন রান করতে না দিয়েই ফেরত পাঠান তিনি। 

তৃতীয় দিনের ৬ ওভার বাকি থাকতে গ্যাব্রিলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন আগের ইনিংসে অর্ধশত রান করা সাদমান ইসলাম।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন মুশফিকের | বিদায়ের | পরই | মুমিনের | অর্ধশত