টালিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। রাতে ১০ বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগে আছেন চিকিৎসকরা।
ভারতীয় সংবাদ সংস্থা আনন্দ বাজার পত্রিকার প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল (১৯ নভেম্বর) রাতে পর পর বেশ কয়েক বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। তাকে সিপিআর দেয়া হয়েছে। এখনও ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন অভিনেত্রী।
হাসপাতাল থেকে জানানো হয়েছে, সব রকম সাপোর্টে থাকা সত্ত্বেও তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। চিকিৎসকরা সারাক্ষণ তার সঙ্গেই রয়েছেন।
বৃহস্পতিবার রাতে জানা যায়, অভিনেত্রীর রক্তচাপ ওঠানামা করছে। সংক্রমণের জন্য চলছে কড়া কড়া ওষুধ। বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিকের মাত্রা। চিকিৎসকরা জানিয়েছিলেন, ঐন্দ্রিলা চোখ খুলছেন না। তার সারা শরীর অসাড়। মুখের কোনও প্রতিক্রিয়া নেই। তারপর শনিবার সন্ধ্যা থেকেই ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। সন্ধ্যায় আবারও হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয় তার। তবে তারপরেও তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছিল হাসপাতাল।
এর মাঝে শনিবার রাতে আচমকা দেখা যায়, ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী চৌধুরী ফেসবুক থেকে ঐন্দ্রিলা সংক্রান্ত সব পোস্ট মুছে দিয়েছেন। গত কয়েক দিনে ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি নিয়ে একাধিক পোস্ট তিনি করেছিলেন। কেন সে সব পোস্ট মুছে দিয়েছেন, তা জানা যায়নি। তবে সব্যসাচীকে পোস্ট মুছে ফেলতে দেখে আরও চিন্তিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা। এবার বাড়ল তাদের উৎকণ্ঠা!