করোনা মহামারির সময় 'মানবতার মসিহা' হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন অভিনেতা সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো থেকে শুরু করে সাধারণ মানুষের নানা সমস্যায় পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এই সময় থেকেই অনেকেই ধারণা করেছিলেন, হয়তো সোনুকে রাজনীতির ময়দানে দেখা যাবে।
কিন্তু সেই ধারণাকে বারবার ভুল প্রমাণ করেছেন সোনু। সম্প্রতি জানা গেছে, তাকে মুখ্যমন্ত্রী হওয়ার মতো উচ্চপদে যোগ দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। এমনকি রাজ্যসভার আসনের প্রস্তাবও এসেছিল। কিন্তু সোনু সুদ নিজের অবস্থান থেকে একচুলও সরেননি।
সোনু সুদ বলেন, 'মানুষের জন্য কাজ করতে রাজনীতির দরকার নেই'। দেশের শীর্ষ প্রভাবশালীরা তাকে বোঝানোর চেষ্টা করলেও সোনু বলেন, রাজনীতির সঙ্গে যুক্ত হলে অনেক দায়িত্ব ও বাঁধা চলে আসে, যা তার স্বাধীন কাজের পথে বাধা হয়ে দাঁড়াবে।
তিনি আরও বলেন, 'ক্ষমতা ও অর্থের লোভে অনেকে রাজনীতিতে যোগ দেয়। কিন্তু এই লোভ আমার নেই। আমি নিজের মতো করে মানুষের পাশে দাঁড়াতে চাই। মুক্ত বাতাসে কাজ করার স্বাধীনতা আমার প্রয়োজন'।
বর্তমানে সোনু তাঁর আসন্ন ছবি ‘ফতেহ’র প্রচারে ব্যস্ত। তবে তার মানবিক কাজ এখনও অব্যাহত। এই সাফ জবাব প্রমাণ করে দিল, সোনু সুদ যে মানুষকে সাহায্য করার ক্ষেত্রে সত্যিই অটল এবং সৎ।
জেডএস/